Wellcome to National Portal
Main Comtent Skiped

Services List

 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ।

সেবার তালিকাঃ

১)  জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ।

২) সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ও যুগপৎ প্রচলিত ও অ-প্রচলিত যুদ্ধ প্রশিক্ষণ।

৩) সরকারি/বেসরকারি/প্রতিষ্ঠানের নিরাপত্তায় আনসার মোতায়েন।

৪) নির্বাচন/দুর্গাপূজাসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদির আইন শৃংখলা রক্ষা/জননিরাপত্তায় আনসার-ভিডিপি মোতায়েন।

৪) গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ।

৫) ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রী মৌলিক প্রশিক্ষণ।

৬) প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য/সদস্যাদের প্রত্যয়নপত্র প্রদান।

৭) বিভিন্ন কারিগরি, পেশাভিত্তিক প্রশিক্ষণঃ

ক. বেসিক কম্পিউটার প্রশিক্ষণ।

খ. অটোমেকানিক্স প্রশিক্ষণ।

গ. মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ।

ঘ. ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ।

ঙ. প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং প্রশিক্ষণ।

চ. ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ।

ছ. কনস্ট্রাকশন পেইন্টিং প্রশিক্ষণ।

জ. ম্যাশিনারিজ এন্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ।

ঝ. টাইলস সেটিং প্রশিক্ষণ।

ঞ. রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণ।

৮) প্রকল্প প্রশিক্ষণঃ

ক. মোটর ড্রাইভিং প্রশিক্ষণ।

খ. ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ।

গ. সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ।

ঘ. সোয়েটার নিটিং প্রশিক্ষণ।

ঙ. ওভেন মেশিন অপারেটিং প্রশিক্ষণ।

চ. মোবাইল ফোনসেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ।

ছ. আভি কারুপণ্য প্রশিক্ষণ।